সমালোচক
এক লাইন লিখেছি কি লিখিনি! অমনি কোথা থেকে উড়ে আসে, মাথা নাড়িয়ে "উঁহু,উঁহু, হচ্ছে না" বলে সব ঘেঁটে দিয়ে চলে যায়।
একে আমার লেখা পড়ার লোক কম, তায় যদি কেউ রায় দেয় তবে তাকে সম্মান দিতেই হয়। এর পরে নৈতিক বাধ্যবাধকতাজনিত কারণে আমাকেও সব কেটে কুটে ফেলে দিতে হয়।
শেষ কটা দিন ধরে সেটাই হচ্ছে, রোজ একই লোক, একই সমস্যা। সেই কবে একবার বেগুনকোদর যাওয়ার সময় একবার রায় নিয়েছিলাম, তার পর থেকে "গাঁয়ে মানেনা আপনি মোড়ল"।
আমি কিন্তু বেজায় রেগে গিয়েছি এবারে, এদের বেশি মাথায় চাপাতে নেই সত্যি বলছি। এই লোকটাকে আমি কোনদিন "বাক স্বাধীনতা এবং অভিব্যক্তি" রোধের আইনে জেলে ছুঁড়ে দেব। কিন্তু আদালত আর জজ সাহেবকে বোঝানো খুব ঝক্কি হবে।
সকাল সকাল আয়নার সামনে দাঁড়িয়ে দেখে রেগে এসব ভাবছিলাম।
সামনে থেকে আবার - "উঁহু,উঁহু, হচ্ছে না"। ধুর ছাই।
Comments
Post a Comment